আপনার মোবাইলের চার্জ দ্বিগুণ গতিতে করে নিন, কিভাবে ? দেখে নিন পদ্ধতি গুলি ।

Rate this post

 আপনার মোবাইলের চার্জ দ্বিগুণ গতিতে করে নিন, কিভাবে ? দেখে নিন পদ্ধতি গুলি ।

কিভাবে ? দেখে নিন পদ্ধতি গুলি ।

মোবাইল আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস যেটি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে। বর্তমানে সকল কাজ প্রায় মোবাইলে করা হয়ে থাকে। সে কারণেই মোবাইলে চার্জ থাকাটা আরো একান্ত প্রয়োজন। কিন্তু মোবাইল ঘন্টার পর ঘন্টা যাচ্ছে বসিও চার্জ ফুল হয়না।

আজ আমরা দেখবো কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে। মোবাইল ফোনের চার্জ দ্রুত গতিতে সম্পন্ন করতে।

আপনার ফোনটিতে দ্রুতগতিতে চার্জ হওয়ার জন্য আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। নিচে সেগুলি বিস্তারিত আলোচনা করা হলো….

প্রথমতঃ

 ব্যাকগ্রাউন্ড কোনো অ্যাপ্লিকেশন চালু রাখা যাবে না।চার্জে বসানো আগে সমস্ত চেকার ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দিতে হবে।

দ্বিতীয়তঃ 

মোবাইল চার্জে বসানোর সময় এয়ারপ্লেন মোড অন করে চার্জে বসানো খুবই দ্রুত সম্পন্ন হয়।

আপনার মোবাইলের চার্জ দ্বিগুণ গতিতে করে নিন, কিভাবে ? দেখে নিন পদ্ধতি গুলি ।

 তাই এবার থেকে দ্রুত চার্জ করার জন্য এয়ারপ্লেন মোড ব্যবহার করুন। এটি বিশেষ কার্যকরী।

তৃতীয়তঃ

ব্যাটারি সেভ, মোবাইল দ্রুত চার্জ হওয়ার জন্য জন্য ব্যাটারি সেভ মোড ব্যবহার করুন।

চতুর্থতঃ

ইন্টার্নেট অন করে কখনো মোবাইল চার্জার বসাবেন না। এতে চার্জ হতে অনেক সময় লাগে।

(P)





D )

Hello, Dear friends, Welcome to rrbkol.in also, we are happy you want to know something more about our site

Sharing Is Caring:

Leave a Comment