‘ ASHA’- কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের স্মারক সংখ্যা HFW / NRHM – 20 / 2006 / Part- 11/1631 dated 27/06/2012 এবং খড়গপুর মহকুমা ASHA নির্বচন কমিটির ২১/১২/২০২১ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত জনসাধারনকে জানানো যাচ্ছে যে খড়গপুর মহকুমার ১০ টি ব্লকের প্রতিটি ব্লকে শূণ্যপদে ‘ ASHA’- কর্মী নিয়োগ করা হইবে ।
আবেদনপত্র জমা দেওয়ার তারিখ :
আবেদনপত্র সংশ্লিষ্ট বুক উন্নয়ন আধিকারিকের নিকট জমা দিতে হবে , জমা দেওয়ার তারিখ ২১/03/2022 হতে ৪/০৪/২০২২ তারিখ ছুটির দিন বাদে বেলা ১১ টা থেকে ৫ টার মধ্যে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে হাতে হাতে জমা করতে হবে ।
আবশ্যিক যোগ্যতা >
১) কেবলমাত্র বিবাহিতা / বিধবা / আইনগত ভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন ।
২) বয়সসীমা ৩০ বৎসর থেকে ৪০ বৎসর সাধারণ প্রার্থীদের জন্য , তপ : জাতি / উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে ২২ বৎসর থেকে ৪০ বৎসর ( ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী বয়স ) ।
৩ ) ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ অনুষ্ঠী ।
৪) যে গ্রামের অনুসরন করুন ) এলাকার জন্য আবেদন করবেন সেই এলাকার ( সার্ভিস ভিলেজ / সার্ভিস এরিয়া ) স্থায়ী বাসিন্দা হতে হবে । ( সংযোজনী -১
৫ ) তপশিলী জাতি / তপশিলী উপজাতি ( বয়সের ছাড় পেতে হলে অথবা তপশিলী জাতি / তপশিলী উপজাতি দের অগ্রাধিকার যুক্ত পদে আবেদন এ ৬ ) গ্রেড -1 এবং স্নাড -11 এস.এইচ.জি মেম্বার ট্রেনিং প্রাপ্ত যাই / লিঙ্ক ওয়ার্কার – রা বাড়তি সুবিধা পেতে পারেন ।
আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত নধি অবশ্যই জমা দিতে হইবে : >
১ ) বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্নার প্রমান স্বরূপ যথাক্রমে প্রথম ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরন শংসাপত্র / স্বামীর নাম বহনকারী নিজস্ব কোনো সরকারী সন্তাবেজ উদাহরু : ভোটার সচিত্র পরিচয়পত্র , রেশন কার্ড , আধার কার্ড ইত্যাদি এবং দ্বিতীয় ক্ষেত্রে আইনী প্রমানপত্র ।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ( মাধ্যমিক / সমতুল পরীক্ষার মর্কশীটের স্বপ্নতায়িত জেরক্স ) ।
৩ ) বয়সের প্রমান পত্র মাধ্যমিক / সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ডের স্বপ্নতাবিত জেরক্স ।
৪) স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমান পর ( এপিক কার্ড / রেশন কার্ড ) উভয় দিকের জেরক্স।
৫) উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারীকৃত তপশিলী জাতি / তপশিলী উপজাতি শংসাপরা এবং স্বরতায়িত জেরক্স। – কেবল তপশিলী জাতি / তপশিলী উপজাতি শ্রেণীর প্রার্থীদের জন্য ।
৬) এস.এইচ.জি মেম্বার / ট্রেনিংপ্রাপ্তয়াই লিঙ্ক ওয়ার্কার হলে তার শংসাপত্রের স্বপ্নতায়িত জেৱঙ্গ ।
৭) ৫- টাকার ডাকটিকিট লাগানো নিজ ঠিকানা লেখা একটি বড় অফিস খাম।
উপরোক্ত তথ্যাদি সহ পর্যন্ত সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে হাতে হাতে জমা করতে হবে ।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 08/08/2012 বিকাল ৫ টার মধ্যে
( স্মারক সংখ্যা HFW – 27011 / 375 / 2018 – NHM SEC Dept. of H & FW – Part ( 2 ) / 3692 dated 03/12/2021 অনুযায়ী SC / STার্থীরা শুধুমাত্র অগ্রাধিকার পাবেন । প্রাধিকার বলছে , যদি SC / ST পদগুলির জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায় , তাহলে তাদের থেকেই ASHA নিয়োগ করা হবে এবং সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের আবেদন পত্রগুলি বাতিল বলে গণ্য করা হবে । আর যদি SC / ST পদগুলির জন্য যোগ্য প্রার্থী পাওয়া না যায় , তাহলে SC / STাধিকার পদগুলির জন্য সাধারণ প্রার্থীরা ASHA নিয়োগের আবশ্যিক শর্তাবলী পূরণ করলে তাদের থেকেই ASHA নিয়োগ করা হবে ।
• অসম্পূর্ণ এবং উপযুক্ত নধি ছাড়া আবেদনপত্র বাতিল হইবে ।
” ( বিশদে জানতে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক / ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে যোগাযোগ করুন । ) শূন্যপদের সংখ্যা ( অগ্রাধিকার অনুযায়ী ক্যাটেগরী বিভাজনসহ ) সংযোজনী -১ এবং আবেদন পত্রের নমুনা সংযুক্ত করা হল ।