চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ৪৯২ অ্যাপ্রেন্টিস

5/5 - (5 votes)

পূর্ব রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্স ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪১২ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), ইলেক্ট্রিশিয়ান, রেফ্রিজারেশন অ্যান্ড এ. সি. মেকানিক, পেইন্টার (জেনারেল)। কারা কোন
ট্রেডের জন্য যোগ্য।

CHITTARANJAN LOCOMOTIVE WORKS 492 APPRENTICE:

কোনো স্বীকৃত পর্ষদ বা, বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি.’র অনুমোদিত আই.টি.আই. থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন।

ওপরের ওইসব ট্রেডে আই.টি.আই. কোর্স পাশ না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে ২৭-৩- ২০২৪ এর হিসাবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর, আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।সব ট্রেডই ১ বছরের।

কোন ডিভিশনে ক’টি শূন্যপদ :

(১) ফিটার – ২০০টি (জেনাঃ ১০১, ও.বি.সি. ৫৪, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১৫)।

(২) টার্নার – ২০টি (জেনাঃ ১০, ও.বি.সি. ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২)।

(৩) মেশিনিস্ট – ৫৬টি (জেনাঃ ২৯, ও.বি.সি. ১৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪)।

(৪) ওয়েল্ডার – ৮৮টি (জেনাঃ ৪৪, ও.বি.সি. ২৪, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭)।

(৫) ইলেক্ট্রিশিয়ান – ১১২টি (জেনাঃ ৫৭, ও.বি.সি. ৩০,তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৮)।

(৬) রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি. মেকানিক – ৪টি (জেনাঃ ২, ও.বি.সি. ১, তঃজাঃ ১)।

(৭) পেইন্টার (জেনারেল)- ১২টি (জেনাঃ ৬, ও.বি.সি. ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)।

এই পদের বিজ্ঞপ্তি নং : TS/157/AITT (Part)/2024. ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন ও ১৯৬২ সালের অ্যাপ্রেন্টিস নিয়মানুযায়ী ট্রেনিং। তখন স্টাইপেন্ড পাবেন। হস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও আই.টি.আই. কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা, ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্যপদের ১.২৫ গুণ প্রার্থীকে ডাকা হবে। মনোনীত হলে প্রার্থীদের রেজিস্টার্ড ই-মেল আই.ডি ও মোবাইল নম্বরে এস.এম.এস. পাঠানো হবে।

কিভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে ৫ এপ্রিলের মধ্যে। এইওয়েবসাইটে: www.apprenticeshipindia.org এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এজন্য এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন : বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট,ই.ড.এস. সার্টিফিকেট ও আধার কার্ড। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো (৩.৫x৩.৫ সেমি) ও সিগনেচার (৩.৫x৩.৫ সেমি) জে.পি.ই.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেইনাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মা প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইট।

Hello, Dear friends, Welcome to rrbkol.in also, we are happy you want to know something more about our site

Sharing Is Caring:

Leave a Comment